ঢাকা | বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো ও প্লে-অফে যারা গেল, কারা পড়ল বাদ

নতুন নিয়মের আসরে ৩৬ দলের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল সরাসরি জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়।
  • নিজস্ব প্রতিবেদক | ৩০ জানুয়ারি, ২০২৫
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো ও প্লে-অফে যারা গেল, কারা পড়ল বাদ ড্র করে মাঠ ছেড়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।

নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে অধারাবাহিক পারফরম্যান্সে সবচেয়ে বেশি বাদ পড়ার শঙ্কায় ছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শেষদিকে নিজেদের কাজটা ঠিকঠাক করে গেছে দল দুটি। সরাসরি শেষ ষোলোয় জায়গা না পেলেও প্লে-অফ খেলে নকআউটে যাওয়ার সুযোগ রয়েছে তাদের। প্রথমপর্ব শেষে চূড়ান্ত হয়েছে প্রতিযোগিতাটির শেষ ষোলো ও প্লে-অফের দলগুলো।


নতুন নিয়মের আসরে ৩৬ দলের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল সরাসরি জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে।


শেষ রাউন্ডের আগে সরাসরি শেষ ষোলোয় খেলা নিশ্চিত হয়েছিল শুধু লিভারপুল ও বার্সেলোনার। ২৫ দলের ভাগ্য ঝুলে ছিল শেষ রাউন্ড পর্যন্ত। ৯টি দলের বিদায়ও নিশ্চিত হয়ে যায় আগের রাউন্ডেই।


শেষ রাউন্ডে ১৮ ম্যাচের সবগুলো মাঠে গড়ায় বুধবার রাতে একই সময়ে। যেখানে জিতেছে ১৬টি দল। ড্র হয়েছে বাকি দুই ম্যাচ।


আগেই শেষ ষোলোয় খেলা নিশ্চিত করা লিভারপুল-বার্সেলোনা নিজেদের অষ্টম ম্যাচে এসে জয় পায়নি। পিএসভি আইন্দোহভেনের সঙ্গে ৩-২ গোলে হেরেছে লিভারপুল। আটালান্টার সঙ্গে ২-২তে ড্র করেছে বার্সেলোনা। তবে অলরেড ও কাতালানরা যথাক্রমে পয়েন্ট টেবিলের এক ও দুইয়েই থাকছে। শীর্ষ দুইয়ে শেষ করায় লিভারপুল এবং বার্সার ফাইনালের আগে একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ নেই।


এদিকে লিগপর্বের ৭ ম্যাচ শেষে সেরা আটে ছিল এসি মিলান ও আটালান্টা। শেষ ম্যাচে ডায়নামো জাগরেরের বিপক্ষে ২-১ গোলে হেরে সেরা আট থেকে ছিটকে গেছে মিলান। আটালান্টা ২-২ গোলে বার্সার সঙ্গে ড্র করে ছিটকে গেছে। তাদের জায়গায় সেরা আটে শেষ করেছে লিল ও অ্যাস্টন ভিলা। ফরাসি ক্লাব লিল শেষ ম্যাচে ফেইনুর্দকে উড়িয়ে দিয়েছে ৬-১ গোলে। অ্যাস্টন ভিলা ৪-২ গোলে হারিয়েছে সেল্টিককে। এই দুই পরিবর্তন ছাড়া বাকি দলগুলো আগের মতোই সেরা আটে আছে।


সরাসরি শেষ ষোলোয় যারা

লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন, লিল, অ্যাস্টন ভিলা।


প্লে-অফে খেলবে যে ১৬ দল

আটালান্টা, বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসভি আইন্দোহভেন, পিএসজি, বেনফিকা, মোনাকো, ব্রেস্ত, ফেইনুর্দ, জুভেন্টাস, সেল্টিক, ম্যানচেস্টার সিটি, স্পোর্টিং লিসবন ও ক্লাব ব্রুগে।


প্রথমপর্ব থেকে বিদায় যাদের

ডায়নামো জাগরেব, স্টুটগার্ড, শাখতার দোনেস্কৎ, বোলোগনা, ক্রভেনা জাভেজদা, জিরোনা, আরবি লেইপজিগ, সলজবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা, স্পার্টা প্রাহা, স্ট্রাম গ্রাজ ও ইয়াং বয়েজ।


thebgbd.com/NIT