যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতেত ৬৪ আরোহী ছিলেন। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর ইতোমধ্যেই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন দুর্ঘটনাটি ঘটে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।
খবরে বলা হয়েছে, রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী জেটের সাথে বুধবার রাতে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্য-আকাশে সংঘর্ষ হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘আমরা জানি সেখানে প্রাণহানি হয়েছে। কতজনের প্রাণহানি হয়েছে তা এখনো জানা যাচ্ছে না।’
thebgbd.com/NA