মায়ানমার জান্তার অং সান সু চির লেকসাইড ম্যানশন নিলামে তোলার প্রচেষ্টা বুধবার তৃতীয়বারের মতো ব্যর্থ হয়েছে। সাবেক গণতান্ত্রিক নেত্রীর বাড়ি ক্রয়ের জন্য কোনও দরপত্র জমা পড়েনি। ইয়াঙ্গুন থেকে এএফপি এ খবর জানায়।
নোবেল বিজয়ী এবং তার ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে কয়েক দশক ধরে চলা বিরোধের পর প্রায় ০.৮ হেক্টর জমির দ্বিতল ইয়াঙ্গুনের বাড়িটি সর্বনিম্ন ১৪০ মিলিয়ন ডলার মূল্যে বিক্রয়ের জন্য রাখা হয়। সাবেক জান্তার অধীনে বহু বছর ধরে গৃহবন্দী থাকার পর তাকে মুক্তি দেওয়া হয়। তবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর সু চিকে আবার আটক করে। তারপর থেকে কারাগারে বন্দি অবস্থায় আছেন সু চি।
মার্কিন দূতাবাস থেকে মাত্র কয়েক গজ দূরে ঔপনিবেশিক আমলের বাড়িটির বাইরে সাদা পোশাক পরা নিরাপত্তা কর্মীদের তত্ত্বাবধানে প্রায় এক ডজন সাংবাদিক এই বিক্রয় অনুষ্ঠানে দেখতে যায়। উপস্থিত এএফপি সাংবাদিকরা দেখেন, ২৯৭ বিলিয়ন কিয়াট থেকে শুরু করে সরকারি বিনিময় হারে প্রায় ১৪০ মিলিয়ন ডলার দরপত্র আহ্বান করার পর কোনো সাড়া না পেয়ে, নিলামকারী বিক্রয় বাতিল করে দেন। নিলামকারী বলেন, তিনবার দরপত্র আহ্বান করার পর ঘোষণা করছি যে নিলাম সফল হয়নি, গত বছরের মার্চ ও আগস্টে একই ধরনের নিলাম ব্যর্থ হয়।
সূত্র: এএফপি
এসজেড