ঢাকা | বঙ্গাব্দ

আর্সেনালকে হারিয়া কারাবো কাপের ফাইনালে নিউক্যাসল

প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও ২-০ গোলে জয় পায় ম্যাগপাইসরা।
  • নিজস্ব প্রতিবেদক | ০৬ ফেব্রুয়ারি, ২০২৫
আর্সেনালকে হারিয়া কারাবো কাপের ফাইনালে নিউক্যাসল নিউক্যাসলের প্রথম গোলটি করেন জ্যাকব মারফি।

কারাবাও কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আবারও আর্সেনালকে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও ২-০ গোলে জয় পায় ম্যাগপাইসরা। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের ব্যবধানে জিতে কারাবাও কাপের ফাইনালে উঠলো এডি হাওই'র দল।


ম্যাচের দুইটি গোল হয় দুই হাফে। ম্যাচের সপ্তম মিনিটে আলেকজান্ডার ইসাক নিউক্যাসলের হয়ে গোল করলে তা অফসাইডে বাতিল হয়ে যায়। তবে স্বাগতিকদের লিড পেতে দেরি করতে হয়নি। ১৯তম মিনিটে জ্যাকব মারফির গোলে এগিয়ে যায় নিউক্যাসল। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে পিছিয়ে পড়ার পরই আর্সেনালের ফাইনালে যাওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে যায়।


দ্বিতীয় হাফের সপ্তম মিনিটে দ্বিতীয় গোল পায় নিউক্যাসল। গোলরক্ষকের ভুলে বল পেয়ে যায় নিউক্যাসল। ডিফেন্ডার ফ্যাবিয়ান শারের পাস থেকে গোল করেন অ্যান্টনি গর্ডন।


প্রথম লেগেও ২-০ ব্যবধানে জিতেছিল নিউক্যাসল। শুধু তাই নয়, নিউক্যাসলের বিপক্ষে এবারের প্রিমিয়ার লিগে প্রথম দেখায়ও হেরেছিল গানাররা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে মোট পাঁচটি ম্যাচে হারল আর্সেনাল, এর তিনটিই নিউক্যাসলের বিপক্ষে।


এদিকে এফএ কাপ থেকে আগেই ছিটকে গেছে আর্সেনাল। এবার শেষ হলো লিগ কাপের পথচলাও। তবে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে আছে দলটি।


thebgbd.com/NIT