প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, "শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস করা কিংবা ফ্যাসিবাদী আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কোনো নাগরিকের ওপর আক্রমণ করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।"
প্রফেসর ইউনূস বলেন, "বছরের পর বছর ধরে শেখ হাসিনা জনগণের ওপর নিপীড়ন চালিয়েছেন, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে ক্ষমতা আঁকড়ে রেখেছিলেন। ফলে বিক্ষোভকারী ও তাদের পরিবার-পরিজনদের মধ্যে স্বাভাবিকভাবেই ক্ষোভ রয়েছে। তবে, দেশের স্থিতিশীলতা রক্ষায় আইন মেনে চলার বিকল্প নেই।"
তিনি আরও বলেন, "গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশের বাইরে গিয়েও তার দলীয় অনুসারীদের একত্রিত করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার একনায়কতান্ত্রিক শাসনের পর দেশ এখন নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।"
আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, "নতুন বাংলাদেশ গঠনের জন্য আমাদের আইন মেনে চলতে হবে। আমরা যেন কোনোভাবে পুরনো স্বৈরাচারী শাসনের সঙ্গে তুলনীয় না হই।"
তিনি আরও বলেন, "আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী দেশের নিরাপত্তা রক্ষায় সচেষ্ট রয়েছে। সম্পত্তি ধ্বংস, ব্যক্তিগত আক্রমণ বা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কেউ অস্থিতিশীলতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
প্রফেসর ইউনূস নাগরিকদের উদ্দেশে বলেন, "আমাদের অর্জিত বিজয়ের মর্যাদা রক্ষা করতে হবে। এমন কিছু করা যাবে না যাতে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো প্রশ্নবিদ্ধ হয় কিংবা স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তির সুযোগ সৃষ্টি হয়।"
তিনি মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, "বিশ্ব আমাদের সঙ্গে আছে। এই মুহূর্তে কোনো ধরনের আইন-শৃঙ্খলার অবনতি আন্তর্জাতিক অঙ্গনে ভুল বার্তা দেবে।"
শেষে তিনি সকল নাগরিককে শান্তিপূর্ণ ও সৃজনশীল উপায়ে দেশের পুনর্গঠনে অবদান রাখার আহ্বান জানান।
thebgbd.com/NA