আবার বিমান দুর্ঘটনা ব্রাজিলে। এবার সাও পাওলো শহরে দুর্ঘটনার শিকার ছোট একটি বিমান। এতে আপাতত দুজন মারা যাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনায় আহত আরও দু’জন। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কিং এয়ার এ৯০ বিমানটি সাও পাওলোর পশ্চিমে একটি ব্যস্ত রাস্তায় জরুরি অবতরণ করার সময় একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। মুহূর্তে বাসটিতে আগুন ধরে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য কোনও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে, মৃত দু’জন বিমানেই যাত্রী ছিলেন। আর কত জন ছিলেন বিমানে, তা এখনও জানা যায়নি।
ডিসেম্বরেই ব্রাজিলের গ্রামাডোয় একটি দোকানে ভেঙে পড়ে একটি ছোট বিমান। তাতে সওয়ার ১০ জনেরই মৃত্যু হয়। তার আগে সাও পাওলোতেই একটি যাত্রীবিমান এক আবাসিক এলাকায় আছড়ে পড়ে। ওই ঘটনায় মৃত্যু হয় বিমানের ৬১ যাত্রীর। আবাসিক এলাকায় কারও মৃত্যু হয়েছিল কি না, তা নিশ্চিত করেনি প্রশাসন।
সূত্র: এএফপি
এসজেড