ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানে মসজিদে আইইডি বিস্ফোরণ

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার পরই পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। তড়িঘড়ি মসজিদ খালি করেছে পুলিশ।
  • অনলাইন ডেস্ক | ১৪ মার্চ, ২০২৫
পাকিস্তানে মসজিদে আইইডি বিস্ফোরণ এবার হামলা ওয়াজিরিস্তানে।

বেলুচিস্তানের ট্রেন হাইজ্যাকের রেশ কাটার আগেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণে ওয়াজিরিস্তানের এক মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও একটি সূত্র সংবাদমাধ্যমকে মসজিদের প্রধান ইমামসহ অন্তত চারজন আহত হওয়ার কথা জানিয়েছে।


সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দুপুরে আজম ওয়ারশাক বাইপাস রোডের মৌলানা আব্দুল আজিজ মসজিদে জুম্মার নামাজের সময় আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটে। এই হামলার পেছনে কোনও জঙ্গি সংগঠন রয়েছে কি না তা যাচাই করে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। হামলায় আহত অনেককেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।


জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার পরই পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। তড়িঘড়ি মসজিদ খালি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে। বিস্ফোরণের ঘটনাটি ঘটে স্থানীয় সময় দুপুর পৌনে ২টো নাগাদ।


অতীতেও পাকিস্তানে বার বার মসজিদে হামলার ঘটনা ঘটেছে। গত মাসেই নৌশেরা জেলায় এক মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ছয় জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ১৫ জন। ২০২৩ সালের জানুয়ারিতে পেশোয়ারের পুলিশ লাইনের এক মসজিদে বড়সড় বিস্ফোরণে কমপক্ষে ৫৯ জনের মৃত্যু হয়।


সূত্র: দ্য ডন


এসজেড