দুই সপ্তাহ আগে আটকে থাকা এক শ্রমিকের দেহ উদ্ধার হয়। মঙ্গলবার তেলেঙ্গানার সুড়ঙ্গ থেকে পাওয়া গেছে দ্বিতীয় দেহ! খননকারী যন্ত্র দিয়ে ওই সুড়ঙ্গের মধ্যে খোঁড়ার সময় কনভেয়র বেল্ট থেকে ৫০ মিটার দূরে একটি দেহ দেখতে পান উদ্ধারকারী দল। সেই দেহই বাইরে বার করে আনার চেষ্টা করছেন তারা।
স্থানীয় প্রশাসনের কর্তারা জানিয়েছে, মঙ্গলবার ভোরে খননকাজের সময় এক শ্রমিকের দেহ দেখতে পাওয়া যায়। তবে তার পরিচয় এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তা জানতে আরও কিছুটা সময় লাগবে বলে জানাচ্ছেন কর্তারা। দুই শ্রমিকের দেহ উদ্ধার হলেও এখনও ছয় জন নিখোঁজ। তাদের খোঁজে অনুসন্ধান অভিযান অব্যাহত থাকবে বলে জানাচ্ছে উদ্ধারকারী দল।
২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা নাগাদ তেলেঙ্গানার শ্রীশৈলমে ৪৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের একাংশ আচমকাই ধসে পড়ে। সুড়ঙ্গের সাড়ে ১৩ কিলোমিটার ভিতরে আটকে পড়েন শ্রমিক এবং ইঞ্জিনিয়ারেরা। শুরু হয় উদ্ধার অভিযান। সুড়ঙ্গের ভিতরে কোথাও মানুষের অস্তিত্ব রয়েছে কি না, তা খুঁজে বার করতে বিশেষ পারদর্শী কুকুরদের কাজে লাগানো হয়েছে।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় সেনা, নৌসেনা-সহ ১২টি উদ্ধারকারী দলের মোট ৭০০ জন সদস্য উদ্ধারকাজে নেমেছেন। তবে এখনও খোঁজ মেলেনি। ৯ মার্চ, ঘটনার ১৬ দিনের মাথায় প্রথম শ্রমিকের খোঁজ মেলে। গুরপ্রীত সিংহ নামে ওই শ্রমিকের বাড়ি পাঞ্জাবে। সুড়ঙ্গ থেকে দেহ বার করে এনে তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
সূত্র: পিটিআই
এসজেড