ঢাকা | বঙ্গাব্দ

গত দুই দিনে রাজধানী ছেড়েছেন ৪১ লাখ মানুষ

পরিবার-পরিজনের সঙ্গে ঈদুল ফিতরের ছুটি কাটাতে গত দুই দিনে প্রায় ৪১ লাখ মানুষ রাজধানী ঢাকা ছেড়েছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ৩১ মার্চ, ২০২৫
গত দুই দিনে রাজধানী ছেড়েছেন ৪১ লাখ মানুষ ছবি : সংগৃহীত

পরিবার-পরিজনের সঙ্গে ঈদুল ফিতরের ছুটি কাটাতে গত দুই দিনে প্রায় ৪১ লাখ মানুষ রাজধানী ঢাকা ছেড়েছেন। মোবাইল অপারেটর কোম্পানিগুলোর দেওয়া সিম মবিলিটির তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।


মোবাইল অপারেটরদের তথ্যমতে, ২৮ ও ২৯ মার্চ মোট ৪০ লাখ ৯৪ হাজার ৬২১ জন ঢাকার বাইরে গেছেন। এর মধ্যে ২৮ মার্চ ঢাকা ছেড়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ জন এবং ২৯ মার্চ এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জনে।


সরকার ৩১ মার্চ ঈদের দিন ধরে ছুটি নির্ধারণ করেছে। ২৯ মার্চ (শনিবার) থেকে ২ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত পাঁচ দিনের সরকারি ছুটি ছিল। এরপর ৩ এপ্রিল অফিস খোলা থাকার কথা থাকলেও সরকার নির্বাহী আদেশে এ দিনও ছুটি ঘোষণা করেছে।


এছাড়া ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিন ছুটির সুযোগ পাচ্ছেন।


এই দীর্ঘ ছুটিতে বিপুল সংখ্যক মানুষ গ্রামের বাড়িতে ঈদ উদযাপনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। ফলে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড় দেখা গেছে।


thebgbd.com/NA