বিএনপি জোর করে নয়, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি দাবি করেন, দেশের ৭৫ শতাংশ মানুষ নির্বাচন চায়, তাই জনগণের রায়ই বিএনপির প্রধান শক্তি।
রোববার (৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
জয়নুল ফারুক বলেন, “বিএনপি হচ্ছে জনগণের দল, তাই আমরা সবসময় নির্বাচনের কথা বলি। কেতাবি সংস্কার দিয়ে নির্বাচন সম্ভব নয়, প্রয়োজন বাস্তবভিত্তিক, নির্বাচনমুখী সংস্কার।” তিনি আরও বলেন, “যে নির্বাচনে রাতের আঁধারে ভোট হয়ে যায়, আর জনগণের ভোটাধিকার হরণ হয়—সে নির্বাচন আমরা চাই না। আমরা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট রাজনীতিতে বিশ্বাসী নই।”
তিনি আরও বলেন, “বিএনপি সব সময় নির্বাচনের পক্ষে। শহীদ জিয়াউর রহমান দেশের নির্বাচন ব্যবস্থা সহজ ও অংশগ্রহণমূলক করেছিলেন। আজ যারা নির্বাচনের কথা শুনে ক্ষুব্ধ হন, তারা গণতন্ত্রের শত্রু।”
জয়নুল ফারুক দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ প্রকাশের আহ্বান জানান এবং বলেন, “দেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। সেই পথেই দেশ ও জাতির মঙ্গল নিহিত।”
তিনি সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, “গণতন্ত্রকে ধ্বংস করে কেউ বেশিদিন টিকতে পারেনি, আওয়ামী লীগও পারবে না।”
প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা ‘ভোটাধিকার পুনরুদ্ধারের’ দাবিতে নানা স্লোগান দেন এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
thebgbd.com/NIT