ঢাকা | বঙ্গাব্দ

টয়োটার শেয়ারদরে পতন

মার্কিন শুল্কসহ বিভিন্ন প্রভাবের কারণে প্রকৃত পরিচালন মুনাফা হ্রাস পেয়েছে এবং সেই অনুযায়ী পূর্বাভাসও কমানো হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৭ আগস্ট, ২০২৫
টয়োটার শেয়ারদরে পতন টয়োটা।

জাপানি অটো জায়ান্ট টয়োটা বৃহস্পতিবার মার্কিন শুল্কের প্রভাবের কারণে তার বার্ষিক নিট মুনাফার পূর্বাভাস কমিয়ে ২.৬৬ ট্রিলিয়ন ইয়েন (১৮.০৬ বিলিয়ন মার্কিন ডলার) করার ঘোষণা দিয়েছে। টোকিও থেকে এএফপি এ সংবাদ জানায়। 


সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন শুল্কসহ বিভিন্ন প্রভাবের কারণে প্রকৃত পরিচালন মুনাফা হ্রাস পেয়েছে এবং সেই অনুযায়ী পূর্বাভাসও কমানো হয়েছে। এই ঘোষণার পর টোকিওর বিকালের লেনদেনে টয়োটার শেয়ারদর ০.৬ শতাংশ হ্রাস পায়।


সূত্র: এএফপি


এসজেড