ঢাকা | বঙ্গাব্দ

কুয়াকাটায় জালে ধরা পড়লো বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ

কুয়াকাটায় জালে ধরা পড়লো বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সম্রাট অ্যাঞ্জেলফিশ।
  • নিজস্ব প্রতিবেদক | ১০ আগস্ট, ২০২৫
কুয়াকাটায় জালে ধরা পড়লো বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ ছবি : সংগৃহীত।

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সম্রাট অ্যাঞ্জেলফিশ। রোববার (৪ আগস্ট) সকালে কুয়াকাটার জেলে আনোয়ার মাঝির জালে মাছটি ধরা পড়ে। পরে মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হলে তা দেখতে স্থানীয়দের ভিড় জমে যায়।


রঙিন ও দৃষ্টিনন্দন এই সামুদ্রিক মাছটি উষ্ণমণ্ডলীয় প্রবাল প্রাচীরে বসবাস করে। এর দৈর্ঘ্য প্রায় ১৬ ইঞ্চি, গায়ে গাঢ় নীল পটভূমিতে হলুদ দাগ এবং মুখে নীল-কালো “মাস্ক” নকশা রয়েছে। অনেকের কাছে এটি একুরিয়াম ফিশ নামেও পরিচিত।


স্থানীয় মৎস্য ব্যবসায়ী সোবহান শিকদার বলেন, “এমন মাছ আমি আগে দেখিনি। দেখতে হুবহু একুরিয়ামের মাছের মতো।” 


অন্য ব্যবসায়ী ছগির আকন জানান, তিনি মাছটি প্রথমে বাসায় নিয়ে গিয়েছিলেন, তবে এটি খাওয়া যায় কিনা জানেন না।


ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, এই প্রজাতি সাধারণত ভারত ও প্রশান্ত মহাসাগরের প্রবালপ্রধান অঞ্চলে পাওয়া যায়। বঙ্গোপসাগরের উপকূলে এদের উপস্থিতি বিরল, তবে জলবায়ু পরিবর্তন ও সাগরের স্রোত পরিবর্তনের কারণে সম্প্রতি কিছু বিরল সামুদ্রিক প্রজাতি উপকূলে ধরা পড়ছে।


কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “অ্যাঞ্জেলফিশ গভীর সমুদ্রের মাছ। উপকূলে সচরাচর পাওয়া যায় না। এটি ধরা পড়া জেলেদের জন্য ইতিবাচক খবর, কারণ এমন মাছ বাজারে ভালো দামে বিক্রি হতে পারে।”



thebgbd.com/NA