ঢাকা | বঙ্গাব্দ
সকল খবর
notebook

নতুন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের ত্মপ্রকাশের প্রস্তুতি চূড়ান্ত বাংলাদেশের রাজনীতিতে আসছে নতুন মোড়—ছাত্র-জনতার অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের অপেক্ষায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা দল গঠনের কাজে ব্যস্ত সময় পার করছেন। নতুন নেতৃত্ব কারা হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে। নতুন দলের শীর্ষ ছয়টি পদ প্রায় চূড়ান্ত। সাংগঠনিক কাঠামোতে দুটি নতুন পদও যোগ করা হচ্ছে। আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদও রাখা হচ্ছে। নাহিদ ইসলাম আহ্বায়ক পদে আসছেন, এ নিয়ে কোনো আপত্তি নেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। সদস্যসচিব পদ নিয়ে কিছু মতবিরোধ থাকলেও, সমঝোতার ভিত্তিতে আখতার হোসেনের নাম প্রায় চূড়ান্ত হয়েছে। মুখ্য সংগঠক ও মুখপাত্র হিসেবে দেখা যেতে পারে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে। ছাত্রশিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জোনায়েদের নাম আলোচনায় রয়েছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব করা হতে পারে। এছাড়া, গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদীব। যুগ্ম সদস্যসচিব হিসেবে থাকতে পারেন অনিক রায়, মাহবুব আলম ও অলিক মৃ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদও দলের গুরুত্বপূর্ণ ভূমিকায় আসতে পারেন। নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা ২৬ ফেব্রুয়ারি, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে হতে পারে। জাতীয় নাগরিক কমিটির একজন দায়িত্বশীল নেতা জানান, সমঝোতার ভিত্তিতে শীর্ষ পদগুলো নির্ধারিত হয়েছে এবং আলী আহসান জোনায়েদকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। এদিকে, চলতি সপ্তাহেই নতুন একটি ছাত্রসংগঠনও আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এটি জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দলের ছাত্রসংগঠন হিসেবেই অনেকে দেখছেন। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে আসতে পারেন আবু বাকের মজুমদার এবং সদস্যসচিব হিসেবে জাহিদ আহসান। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে থাকতে পারেন আবদুল কাদের ও সানজানা আফিফা অদিতি। ১৭ ফেব্রুয়ারি, মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রসংগঠনের নীতিমালা প্রকাশ করেন জুলাই গণ-অভ্যুত্থানের সময় সক্রিয় থাকা সাতজন সমন্বয়ক। তারা জানান, সংগঠনটি 'স্টুডেন্টস ফার্স্ট' ও 'বাংলাদেশ ফার্স্ট' নীতিতে পরিচালিত হবে। তবে এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ নয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন তাহমিদ আল মুদাসসির চৌধুরী ও রিফাত রশীদ। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। নতুন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।